এইচএসসি পাসে বাংলাদেশ নৌবাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি।

বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে হয়েছে।


পদের নাম: ২০২০-এ অফিসার ক্যাডেট ব্যাচে (২য় গ্রুপ) জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি/সমমান হতে  জিপিএ  ৪.৫, গণিত ও পদার্থবিজ্ঞানে জিপিএ ৪.০০

বয়স:নারী পুরুষ উভয় ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছর ০১ জানুয়ারি ২০২০ সাল তারিখে হতে হবে ।
 বিশেষ ক্ষেত্রে ১৮-২৫ বছর ।

শারীরিক যোগ্যতা:

উচ্চতা
পুরুষ: ৫.৪ ফুট,
মহিলা:৫ ফুট ১ ইঞ্চি,

ওজন
পুরুষ :৫০ কেজি,
মহিলা: ৪৬ কেজি,

বুকের
পুরুষ :স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত ৩২ ইঞ্চি।
 মহিলা:বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত ৩০ ইঞ্চি।

অবিবাহিত হতে হবে নারী পুরুষ উভয়।

সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন দেওয়া হবে ।

প্রয়োজনীয় তথ্য ও বিস্তারিত জানতে ভিজিট করুন বাংলাদেশ নৌবাহিনী ওয়েব সাইটে :
www.joinnavy.navy.mil.bd

উপর উক্ত ওয়েব সাইট এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৮ জুলাই ২০১৯ মধ্যে আবেদন করতে হবে।

সম্প্রতি পুলিশ কন্সটেবল এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ছে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.

copyright(c)2020Leading24 BD All Rights Reserved