এসএসসি ২০২০ মার্কশীট সহ রিজাল্ট দেখতে এখানে ক্লিক করুন।
Year: দিতে হবে 2020
Board : দিতে স্ব স্ব বোর্ড ( শিক্ষার্থীরা যে বোর্ড থেকে পরীক্ষা অংশ গ্রহণ করেছে তা বসাতে হবে)
রেজি: নং : এডমি কার্ড এর রেজিস্ট্রেশন নং বসাতে হবে।
তার পর এখানে যোগ করে যেত হয় এর ফল বসাতে হবে।পরিশেষে রিজাল্টে ক্লিক করলেই ফলাফল পেয়ে যাবেন।
এ বছর পরীক্ষাটি 3,412 কেন্দ্রেরও বেশি কেন্দ্র থেকে মোট ২০৩১৮৮৯ শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিয়েছে।
এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে হলে
SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ সিলেট বোর্ড হলে SYL লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2020 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠিয়ে দিতে হবে। উদাহরণ : SSC SYL 12345 2020 Sent To 16222
ফল প্রকাশ হলেই সাথে সাথে SMS এর মাধ্যমে পরীক্ষার্থীর ফল চলে আসবে।
যারা পূর্বে প্রি-রেজিস্ট্রেশন করেছেন তাদের ফলাফল প্রকাশ হলেই ফলাফল ফোনে চলে আসবে।
No comments