বাংলাদেশ পুলিশ কনস্টেবল 9680 চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ।

বাংলাদেশ ট্রেইনি রিক্রুট কন্সটেবল ( টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি-মে২০১৯ প্রকাশ করে বাংলাদেশ পুলিশ।


শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও সমমান পরিক্ষায় উত্তীর্ণ জিপিএ কমপক্ষে ২.৫০।

বয়স ১৮ হতে ২৩ বছর( ১জুন ২০১৯) জন্ম তারিখ ( সর্বনিম্ন২ জুন  ২০০১ হয়ে সর্বোচ্চ ২ জুন ১৯৯৯ তারিখ পর্যন্ত)

শারীরিক মাপ :
সাধারণ পুরুষ এর ক্ষেত্রে  ৫ ফুট ৬ ইঞ্জি এবং বুক সাধারণ অবস্থায় ৩০ ইঞ্জি সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্জি,
মুক্তিযুদ্ধ পুরুষ সন্তান এর ক্ষেত্রে ৫ফুট ৪ ইঞ্জি এবং বুক সাধারণ অবস্তায় ৩০ ইঞ্জি সম্প্রসারিত অবস্তায় ৩১ ইঞ্জি হতে হবে।
ক্ষুদ্র নৃ-গোষ্টি পুরুষ এর ক্ষেত্রে ৫ফুট ৪ ইঞ্জি এবং বুক সাধারণ অবস্তায় ৩০ ইঞ্জি সম্প্রসারিত অবস্তায় ৩১ ইঞ্জি হতে হবে।
সাধারণ মহিলা এর ক্ষেত্রে ৫  ফুট ২ ইঞ্জি।




No comments

Powered by Blogger.

copyright(c)2020Leading24 BD All Rights Reserved