সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

 সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বা ভারতীয় নাগরিকদের গুলিতে সাইদুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের ঘটনা, যেখানে সীমান্ত এলাকার দৃশ্য, সীমান্ত প্রহরার উপকরণ, বা পতাকা বৈঠকের পরিস্থিতি ফুটে উঠেছে।


বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সাইদুল অবৈধভাবে ভারতে প্রবেশ করে সুপারি পাঠানোর চেষ্টা করেন। এ সময় ভারতের অভ্যন্তর থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়, যা তার বুকে ও পেটে বিদ্ধ হয়। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, এ ঘটনায় মাছিমপুর বিওপি ও ভারতের কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকের পর নিশ্চিত হওয়া যাবে কার গুলিতে সাইদুল নিহত হয়েছেন। 


সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুর ইসলাম জানান, নিহত যুবকের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতদন্তের পর জানা যাবে কী ধরনের বুলেট শরীরে লেগেছে। 


এ ঘটনার সঠিক তথ্য জানতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর বিস্তারিত জানা যাবে।

No comments

Powered by Blogger.

copyright(c)2020Leading24 BD All Rights Reserved