স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে সজীব ওয়াজেদ জয়ের।

 সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র, সম্প্রতি তার স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ারের সঙ্গে তিন বছর আগে ঘটে যাওয়া বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ করেছেন। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান। 


জয় উল্লেখ করেন, "ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে নেই। আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি।" 


এফবিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সজীব ওয়াজেদ জয়ের মালিকানায় বিলাসবহুল আটটি গাড়ি রয়েছে এবং তিনি পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। তদন্তে ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়ায় জয় এবং তার স্ত্রী ক্রিস্টিনের সঙ্গে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্যও পাওয়া গেছে। 



জয় তার ফেসবুক পোস্টে এফবিআইয়ের প্রতিবেদনের সমালোচনা করে বলেন, "রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা।" তিনি আরও দাবি করেন, "আমরা কখনো কোনো সরকারি প্রকল্পের সঙ্গে জড়িত ছিলাম না বা তা থেকে অর্থ উপার্জন করিনি।" 


এছাড়া, জয় উল্লেখ করেন যে, এফবিআই এজেন্টের নাম হিসেবে যে ব্যক্তির উল্লেখ করা হয়েছে, তিনি বহু বছর আগে এফবিআই থেকে অবসর নিয়েছেন, এবং যাকে জাস্টিস ডিপার্টমেন্টের আইনজীবী বলা হয়েছে, তিনি ২০১৩ সালে মারা গেছেন। 


এই বিবৃতির মাধ্যমে সজীব ওয়াজেদ জয় তার ব্যক্তিগত জীবন এবং এফবিআইয়ের প্রতিবেদনের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

No comments

Powered by Blogger.

copyright(c)2020Leading24 BD All Rights Reserved