কেন শীতকালে মুখ থেকে ধোঁয়া বের হয় ?

আমরা সবাই শীতের সকালে বা রাতে কথা বলার সময় মুখ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। যা প্রায় দেখা যায় এ নিয়ে শিশুরা এ নিয়ে খেলা করে মনে হয়। ঠান্ডা আসলে কথা বলার সময় মুখ থেকে ধোঁয়া বের হয়। সবাই এটা দেখে অভ্যস্ত এবং জানে কোনো অসুস্থতা নয়। এর আসল করণ হলো, মুখের ভেতরে ও বাইরে তাপমাত্রায় পার্থক্য থাকে, মুখ থেকে গরম বাতাস বাইরের ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে এর কারণে ধোঁয়া দেখা যায়। এবং সাধারণত মুখের বাতাসে সামান্য জলীয়বাষ্প থাকে, শীতের বাইরের ঠান্ডা বাতাস। তখন মুখের বাতাসের কিছু জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ধোঁয়ার মতো হয়ে যায়। দেখে মনে হয় যেন শীতকালে মুখের বাইরে হালকা বাষ্প জমে। কিন্তু গরমকালে এ রকম দেখা যায় না; এর কারণ হলো, মুখের ভেতরে ও বাইরে তাপমাত্রায় পার্থক্য থাকে খুব কম।শীতকালে মুখের ধোঁয়া সতর্কসংকেত হিসেবে কাজ করে। কারণ হলো শীতকালে কখনো মুখের ধোঁয়া যদি বেশি ঘনীভূত দেখা যায়, তবে একটু সাবধান হওয়া ভালো। তখন বুঝতে হবে বাইরে বেশি ঠান্ডা। সে জন্য দেখতে হবে যেন বাইরের ঠান্ডা বাতাস নাকমুখ দিয়ে সরাসরি ফুসফুসে চলে না যায়। এর ফলে সর্দি–কাশির কিছু হওয়ার সম্ভবনা তাকে। এ জন্য বলা যায় যে, শীতকালে মুখের ধোঁয়া সতর্কসংকেত

এটি আবার শিশুদের কাছে খেলার একটি বিষয়, শিশুরা দেখা যায় কে কার থেকে কত বেশি ধোঁয়া বের করতো পারে এ নিয়া প্রতিযোগিতা শুরু করে দেয়। মুখের ধোঁয়া বেশি বের করে দিলে তখন আর ধোঁয়া বের হয় না। এর কারণ বল মুখের ভিতরে তাপমাত্রা আর বাহিরের তাপমাত্রা প্রায় সমান হয়ে যায় এর জন্য। 

No comments

Powered by Blogger.

copyright(c)2020Leading24 BD All Rights Reserved