একাদশের ভর্তি ফল প্রকাশ, ফলাফল জানবেন যেভাবে

 


একাদশের ভর্তি ১ম মেধা তালিকার ফলাফল প্রকাশ করা হয়েছে। একাদশ শ্রেণির ১ম মেধা তালিকার ফলাফল এসএমএস ও অনলাইনে জানা যাচ্ছে।

এইচএসসি একাদশ শ্রেণির ভর্তির ২০২২ প্রথম পর্যায়ের নির্বাচিতদের ফলাফল প্রকাশ করা হয়েছে। ২৯ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ শনিবার রাত ০৮:০০ ঘটিকার সময় এই ফল প্রকাশ করা হয়।

অনলাইনে যে ভাবে দেখবেন আপনার ফলাফল।
প্রথমে XI CLASS ADMISSION SYSTEM সাইটে ব্রাউজ করতে হবে। সাইট লিংক নিচে দেয়া আছে।

যাওয়ার পর View Result এ ক্লিক করতে হবে।
তার পর শিক্ষার্থীর রোল নাম্বার দিতে হবে, বোর্ড সিলেক্ট করতে হবে ( শিক্ষার্থী যে বোর্ড থেকে পরিক্ষা দিয়েছে), পাশের সালে যে সালে আপনি পরিক্ষায় পাশ করেছেন, তার পর রেজিষ্ট্রেশন নাম্বার দিতে হবে। সবার শেষে ভেরিফাই কোড যেটি দেখাবে সেটি দিয়ে view result এ ক্লিক করতে হবে।

http://board5.xiclassadmission.gov.bd/board/viewResult22

N.B.: GEN=General, SQ=Special, OWN=Own, FFQ=Freedom Fighter

নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৩০/০১/২০২২ তারিখ হতে ০৬/০২/২০২২ তারিখ সন্ধ্যা ৮:০০ টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮/= টাকা ( ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। তবে পরবর্তীতে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চায়ন করতে হবে না অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ১৯/০২/২০২২ হতে ২৪/০২/২০২২ পর্যন্ত। ক্লাস শুরুর তারিখ ০২/০৩/২০২২।





No comments

Powered by Blogger.

copyright(c)2020Leading24 BD All Rights Reserved