ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট (২০১৭-১৮) প্রশ্ন।

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট (২০১৭-১৮) প্রশ্ন।

বাংলা


 

১। নজরুলের মতে গান্ধীজি শিখিয়েছিলেন-
উত্তরঃ আত্মাবলম্বন

২। নিচের কোন কবিতাটি জসীমউদ্দীনের লেখা?
উত্তরঃ কবর

৩। নিকুম্ভিলা জজ্ঞাগারে মেঘনাদ কোন দেবতার উদ্দেশে পূজা নিবেদন করেছিলেন?

উত্তরঃ অগ্নিদেবতা

৪। নুরুলদীনের কথা মনে পরে যায় কাব্যনাট্যাংশে নুরুলদীনের কথা মনে পরে যায় চরণটি ব্যবহৃত হয়েছে-

উত্তরঃ ছয়বার

৫। বঙ্কিমচন্দ্রের বক্তব্য অনুসারে যুক্তিতে পরাস্ত হলে সমাজের তথাকথিত বিজ্ঞলোকেরা কি করে?

উত্তরঃ উপদেশ প্রদান করে

৬। রক্তকবরী কোন ধরনের রচনা?

উত্তরঃ নাটক


৭। এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায় রূপসীর নাম কি?

উত্তরঃ শঙ্খমালা

৮। নিশীথে অম্বরে মন্দ্রে জীমূতেন্দ্রে কোপি – এ চরণের কোপির সমার্থক কোনটি?

উত্তরঃ বজ্র


৯। কোনটি প্রত্যয়ন্ত শব্দ?

উত্তরঃ হেমা

১০। Once bitten, twice shy- এর সঠিক অর্থ কোনটি?

উত্তরঃ নেড়া কি কভু বেলতলা যায়?

১১। তামাকু শব্দটি কোন ভাষা থেকে আগত?

উত্তরঃ পর্তুগিজ

১২। কোনটি শুদ্ধ?

উত্তরঃ মনস+ঈষা = মনীষা

১৩। কোনটি সঠিক উচ্চারণ নয়?

উত্তরঃ শূন্য-শুনন

১৪। এবার আমি পরীক্ষায় ভালো করেছি- কোন কালের উদাহরণ?

উত্তরঃ পুরাঘটিত বর্তমান

১৫। Charter শব্দের বাংলা পরিভাষা-

উত্তরঃ সনদ

১৬। নিচের কোন বানানটি প্রমিত?

উত্তরঃ শিরশ্ছেদ

১৭। নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ নয়?

উত্তরঃ সজল

১৮। ট্যাক্স>ট্যাকসো – এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন?

উত্তরঃ অন্ত্য স্বরাগম

১৯। অবিবাহিত জ্যেষ্ঠের বর্তমান কনিষ্ঠের বিয়েকে একশব্দে বলা হয়-

উত্তরঃ পরিবেদন

২০। সংসর্প শব্দের অর্থ-

উত্তরঃ উন্মুক্ত

২১। কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?

উত্তরঃ একত্রিত

২২। এক যে ছিল রাজা।- এ বাক্যে যে-এর ব্যাকরণিক নাম কি?

উত্তরঃ পদান্বয়ী অব্যয়

২৩। কোনটি একাক্ষর শব্দ?

উত্তরঃ ভাই

২৪।অভিধানে ক্ষ বর্ণ কোথায় থাকে?
উত্তরঃ ক বর্ণের অন্তর্গত ভুক্তি হিসেবে
২৫। যদি বল, আসব। - এটি কী ধরনের বাক্য?

উত্তরঃ ইচ্ছাসূচক


Comments