i)আবেদন পদ্ধতিঃ
( ক ) নিম্নলিখিত নিয়মে আবেদন Submit করতে হবে । ১. টে লি ট ক / বি কা শ / শি ও র ক্যা শ / ন গ দ / সােনালী ব্যাংক / র কে ট এর আবেদন ফি ১৫০ / - ( একশত পঞ্চাশ টাকা ) জমা দেয়ার পর আবেদনকারীকে নির্ধারিত website- এ ( www.xiclassadmission.gov.bd ) যেয়ে “ Apply Online Button- এ ক্লিক করতে হবে ; এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি / সমমান পরীক্ষার রােল নম্বর , বাের্ড , পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে এন্ট্রি দিতে হবে । আবেদনকারীর দেয়া তথ্য সঠিক হলে তিনি তার ব্যক্তিগত তথ্য ও এসএসসি / সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA দেখতে পাবেন । ২. তার পর শিক্ষার্থীর কন্টাক্ট নাম্বার ( ফি প্রদানের সময় শিক্ষার্থী প্রদত্ত নিজের / অভিভাবকের মােবাইল নম্বর ) এবং প্রযােজ্য ক্ষেত্রে কোটা দিতে হবে । অতঃপর তাকে ভর্তিচ্ছু শিক্ষা প্রতিষ্ঠান , গ্রুপ , শিফট এবং ভার্সন সিলেক্ট করতে হবে । এভাবে শিক্ষার্থী সর্বোচ্চ ১০ টি ও সর্বনিম্ন ৫ টি কলেজ / মাদরাসা সিলেক্ট করতে পারবে । এই ফরমে আবেদনকারী তাঁর সকল আবেদনের পছন্দক্রমও নির্ধারণ করতে পারবেন । ৪. তারপর আবেদনকারীকে “ Pre view Application ” Button- এ ক্লিক করলে তার আবেদনকৃত কলেজসমূহের তথ্য ও পছন্দক্রম দেখতে পারবেন । ৫. Pre view- তে দেখানাে তথ্যসমূহ সঠিক থাকলে আবেদনকারীকে “ Submit ” Button- এ ক্লিক করবেন । ৬. আবেদনটি সফলভাবে Submit করা হলে আবেদনকারীর তার প্রদত্ত কন্টাক্ট নাম্বারে মােবাইলে একটি নিশ্চিত করণ SMS পাবেন এবং যাতে একটি সিকিউরিটি কোড ( Security Code ) থাকবে । এই Security Code টি গােপনীয়তা ও সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে , যা পরবর্তীতে আবেদন সংশােধন ও ভর্তি সংক্রান্ত কাজে ব্যবহার করতে হবে । ৭. আবেদনকারী চাইলে তাঁর আবেদন ফরম তথ্যাদিসহ উক্ত ফরমটি Download করে প্রিন্ট ( Print ) নিতে পারবেন । ( খ ) উপরের নির্দেশনা অনুযায়ী এসএসসি / সমমান পরীক্ষার রােল নম্বর , বাের্ড , পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে এন্ট্রি দেয়ার পরও শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ও এসএসসি পরীক্ষার GPA দেখতে না পেলে , তাঁকে আবেদন ফি ১৫০ / - ( একশত পঞ্চাশ টাকা ) জমা দেয়ার Transaction ID টি এন্ট্রি দিতে হবে এবং ফি প্রদানের জন্য তিনি যেই অপারেটর ( টে লি ট ক / বি কা শ / শি ও র ক্যা শ / ন গ দ / সােনালী ব্যাংক / র কে ট ) ব্যবহার করেছে তাকে সিলেক্ট করতে হবে । পরবর্তীতে ৩০ মিনিট পর ইন্টারনেটে আবেদন করার জন্য পূর্বে উল্লেখিত পদ্ধতিতে অনুসরণ করতে হবে ।
ii).কোটা ( প্রযােজ্য ক্ষেত্রে):
মুক্তি যােদ্ধার সন্তান / সন্তানের সন্তানদের জন্য কোটায় ( F Q ) ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী তথ্য - ছকের নির্দিষ্ট স্থানে F Q কোটা সিলেক্ট করবেন । কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদ পত্র থাকতে হবে এবং পরবর্তীতে কলেজ / মাদ্রাসা কর্তৃক যাচাইকরণ হবে বিধায় কোটার অপশন ( Option ) দেয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে ।
iii).পছন্দক্রম পরিবর্তনঃ
আবেদনকারী সর্বোচ্চ ৫ ( পাঁচ ) বার ইন্টারনেটে ঢুকে কলেজের পছন্দক্রম এবং কলেজ পরিবর্তন করতে পারবে ।
টেলিটক দিয়ে ফি দেওয়ার পদ্ধতি।
( ক ) নিম্নলিখিত নিয়মে আবেদন Submit করতে হবে । ১. টে লি ট ক / বি কা শ / শি ও র ক্যা শ / ন গ দ / সােনালী ব্যাংক / র কে ট এর আবেদন ফি ১৫০ / - ( একশত পঞ্চাশ টাকা ) জমা দেয়ার পর আবেদনকারীকে নির্ধারিত website- এ ( www.xiclassadmission.gov.bd ) যেয়ে “ Apply Online Button- এ ক্লিক করতে হবে ; এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি / সমমান পরীক্ষার রােল নম্বর , বাের্ড , পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে এন্ট্রি দিতে হবে । আবেদনকারীর দেয়া তথ্য সঠিক হলে তিনি তার ব্যক্তিগত তথ্য ও এসএসসি / সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA দেখতে পাবেন । ২. তার পর শিক্ষার্থীর কন্টাক্ট নাম্বার ( ফি প্রদানের সময় শিক্ষার্থী প্রদত্ত নিজের / অভিভাবকের মােবাইল নম্বর ) এবং প্রযােজ্য ক্ষেত্রে কোটা দিতে হবে । অতঃপর তাকে ভর্তিচ্ছু শিক্ষা প্রতিষ্ঠান , গ্রুপ , শিফট এবং ভার্সন সিলেক্ট করতে হবে । এভাবে শিক্ষার্থী সর্বোচ্চ ১০ টি ও সর্বনিম্ন ৫ টি কলেজ / মাদরাসা সিলেক্ট করতে পারবে । এই ফরমে আবেদনকারী তাঁর সকল আবেদনের পছন্দক্রমও নির্ধারণ করতে পারবেন । ৪. তারপর আবেদনকারীকে “ Pre view Application ” Button- এ ক্লিক করলে তার আবেদনকৃত কলেজসমূহের তথ্য ও পছন্দক্রম দেখতে পারবেন । ৫. Pre view- তে দেখানাে তথ্যসমূহ সঠিক থাকলে আবেদনকারীকে “ Submit ” Button- এ ক্লিক করবেন । ৬. আবেদনটি সফলভাবে Submit করা হলে আবেদনকারীর তার প্রদত্ত কন্টাক্ট নাম্বারে মােবাইলে একটি নিশ্চিত করণ SMS পাবেন এবং যাতে একটি সিকিউরিটি কোড ( Security Code ) থাকবে । এই Security Code টি গােপনীয়তা ও সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে , যা পরবর্তীতে আবেদন সংশােধন ও ভর্তি সংক্রান্ত কাজে ব্যবহার করতে হবে । ৭. আবেদনকারী চাইলে তাঁর আবেদন ফরম তথ্যাদিসহ উক্ত ফরমটি Download করে প্রিন্ট ( Print ) নিতে পারবেন । ( খ ) উপরের নির্দেশনা অনুযায়ী এসএসসি / সমমান পরীক্ষার রােল নম্বর , বাের্ড , পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে এন্ট্রি দেয়ার পরও শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ও এসএসসি পরীক্ষার GPA দেখতে না পেলে , তাঁকে আবেদন ফি ১৫০ / - ( একশত পঞ্চাশ টাকা ) জমা দেয়ার Transaction ID টি এন্ট্রি দিতে হবে এবং ফি প্রদানের জন্য তিনি যেই অপারেটর ( টে লি ট ক / বি কা শ / শি ও র ক্যা শ / ন গ দ / সােনালী ব্যাংক / র কে ট ) ব্যবহার করেছে তাকে সিলেক্ট করতে হবে । পরবর্তীতে ৩০ মিনিট পর ইন্টারনেটে আবেদন করার জন্য পূর্বে উল্লেখিত পদ্ধতিতে অনুসরণ করতে হবে ।
ii).কোটা ( প্রযােজ্য ক্ষেত্রে):
মুক্তি যােদ্ধার সন্তান / সন্তানের সন্তানদের জন্য কোটায় ( F Q ) ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী তথ্য - ছকের নির্দিষ্ট স্থানে F Q কোটা সিলেক্ট করবেন । কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদ পত্র থাকতে হবে এবং পরবর্তীতে কলেজ / মাদ্রাসা কর্তৃক যাচাইকরণ হবে বিধায় কোটার অপশন ( Option ) দেয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে ।
iii).পছন্দক্রম পরিবর্তনঃ
আবেদনকারী সর্বোচ্চ ৫ ( পাঁচ ) বার ইন্টারনেটে ঢুকে কলেজের পছন্দক্রম এবং কলেজ পরিবর্তন করতে পারবে ।
টেলিটক দিয়ে ফি দেওয়ার পদ্ধতি।
Hhm
ReplyDelete