১.মহাজাগতিক কিউরেটর গল্পে কিউরেটরদের কুকুর সংগ্রহ না করার কারণ কি?
ক)দলবদ্ধ অবস্থান
খ)স্বকীয়তার অভাব
গ)বুদ্ধিমত্তার অভাব
ঘ)অসামাজিক প্রাণী
উত্তর:খ
)স্বকীয়তার অভাব
২.হায় তাত উচিত কি তব এ কাজ—বলতে কী বোঝানো হয়েছে?
ক) রামের আজ্ঞা
খ)বিভীষনের সহায়তা
গ)কুম্ভর্ণের সহায়তা
ঘ)লক্ষ্মণের প্রবেশ
উত্তর:খ) বিভীষনের সহায়তা
৩.বিড়াল রচনায় আফিমের মহিমা প্রকাশক কে?
ক)কৃষ্ণকান্তের উইল
খ)পার্কের গ্রন্থ
গ)কমলাকান্তের দপ্তর
ঘ)নিউম্যান গ্রন্থ
উত্তর:গ) কমলাকান্তের দপ্তর
৪. আমার পথ রচনায় কাজী নজরুল ইসলাম কিসের চেয়ে অহংকারকে ভালো বলেছেন ?
ক)পরাধীনতা
খ)ভীরুতা
গ) অন্ধ অনুকরণ
ঘ) মিথ্যা বিনয়
উত্তর: ঘ) মিথ্যা বিনয়
৫. রেইনকোট গল্পে ”পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হঠাতে হবে” প্রস্তাবটি কার ছিল ?
ক)নুরুল হুদার
খ)প্রিন্সিপালের
গ)মিন্টুর
ঘ)ইসহাক মিয়ার
উত্তর:খ) প্রিন্সিপালের
৬. “পলিতে গলিতে হেম”--- বলতে বোঝানো হয়েছে?
ক)গলিত সোনার মেশানো পলিমাটি
খ)সোনা জলে ভেজা পলিমাটি
গ)কারুকার্যময় পলিমাটি
ঘ)পলিমাটি ভেজা সোনা জলে
উত্তর : ক) গলিত সোনার মেশানো পলিমাটি
৭. “বায়ান্নর দিনগুলো” কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক) অসমাপ্ত আত্মজীবনী
খ)বায়ান্নর দিনগুলি
গ)আমাদের মুক্তি কথা
ঘ) একাত্তরের দিনগুলি
উত্তর ক) অসমাপ্ত আত্মকীবনী
নিচের উদ্দিপকটি দেখে ৮ ও ৯ এর উত্তর দাও:
পেশায় কৃষক হলেও করিম মিয়া একজন শৌখিন মানুষ । রিস্কা ছাড়া বাজারে তিনি যান না । তাঁর চা খাওয়ারও দারুন নেশা । বাড়িতে রান্না হলেও তিনি বাজারের হোটেলে প্রায়ই খাওয়া দাওয়া করেন ।
৮) উদ্দীপকের করিম মিয়ার মধ্যে “চাষার দুক্ষু” প্রবন্ধের কোন দিকটির প্রতিফলন ঘটেছে ?
!!)রুচিশীলতা
!!)বিলাসিতা
!!!)শৌখিনতা
ক)! খ)!! গ) ! ও !! ঘ) ! !! ও !!
উত্তর খ)বিলাসিতা
৯. উদ্দীপকের বিষয়বস্তু “চাষার দুক্ষু” প্রবন্ধের মতো কারণ ?
ক) চাষাদের অনুকরণ প্রিয়তা
খ) জাতির সমকক্ষ হওয়া
গ)সভ্য হতে চাওয়া
ঘ)চাষাদের সভ্যতার উন্নয়ন
উত্তর ক) চাষাদের অনুকরণ প্রিয়তা
No comments