কোভিড-১৯ পরিস্থিতির জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার মেনে ফলাফল সংগ্রহ করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্রে এ বছর কোন ফলাফল প্রকাশ বা প্রেরণ করা হবে না। এস এস এসি পরীক্ষা ২০২০ এর ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে ।এজন্য ফলাফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্রে জমায়েত না হওয়ার কথা বলা হয়েছে। তাই ঘরে বসে ফলাফল পাবার জন্য প্রি-রেজিষ্ট্রেশন পদ্ধতি চালু করা হয়েছে ।
এসএমএস এর মাধ্যমে ফলাফল পেতে ইছুক তাদের ফলাফল প্রকাশের পূর্বেই প্রি-রেজিষ্ট্রেশন করতে হবে।
যে ভাবে প্রি-রেজিষ্ট্রেশ করবেন:
SSC<>Board Name (First 3 Letter)<>Roll<>Year Send To 16222
উদাহরন:-
SSC SYL 123456 2020 Send To 16222
ফল প্রকাশ এর সাথে সাথে প্রি-রেজিষ্ট্রেশনকৃত মোবাইল নাম্বারে ফলাফলে এস এম এস এর মাধ্যমে পৌঁছে যাবে। এবং স্ব স্ব শিক্ষা বোডের ওয়েবসাইটে থেকে ফলাফল পাওয়া যাবে।
No comments
New comments are not allowed.