জিম্বাবুয়ে ক্রিকেটের দুঃসংবাদে মর্মাহত বাংলাদেশ: পাশে দাঁড়ানোর আহ্বান
জিম্বাবুয় বাংলাদেশ ক্রিকেট টিমের অকৃত্রিম বন্ধ। শুধু বন্ধু বলেও ভুল হবে বলতে হবে প্রকৃত বন্ধু । কেনোনা বাংলাদেশ ক্রিকেট টিমের দুঃখের সময় যখন কোনো দল বাংলাদেশের সাথে ম্যাচ খেলতে রাজি হত না; তখন একের পর এক ওয়ানডে সিরিজ খেলেছে জিম্বাবুয়ে ।
তাহলে দেখা যাক পরিসংখ্যান বাংলাদেশ সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছে ৭২টি সেটি হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে। এখন আসা যাক টেস্ট ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৬টি ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষেই খেলেছে ।
কোনো এক সময় ছিল বাংলাদেশ দলে সাথে কোন দল খেলতে চাইতো না । বাংলাদেশ কোন দেশকে আমন্ত্রণ জানালে কেউ রাজি হত না। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের অকৃত্রিম বন্ধু বলে পরিচিত জিম্বাবুয়ে।তখন জিম্বাবুয়ে বাংলাদেশে বিপক্ষে খেলেছে একের পর এক ওয়ানডে সিরিজ।খেলবে নায় কেন? তারা যে আমাদের অকৃত্রিম বন্ধু। তখন বেশিরভাগ ম্যাচে হারত বাংলাদেশ ক্রিকেট টিম, হারলেও জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশ খেলা থামায়নি। আজ এই জিম্বাবুয়ের চরম দুঃসময়ে!
জিম্বাবুয়ের ক্রিকেটের অবস্থা দিন দিন খারাপ এর দিকে যাচ্ছে। জিম্বাবুয়ের দুর্দান্ত ক্রিকেটার গ্র্যান্ট ফ্লাওয়ার, অ্যান্ড ফ্লাওয়ার, হিথ স্ট্রিকদের দল গত কয়েক বছর সময় খুবী খারাপ যাচে। ক্রিকেট কাঠামো একে বারে ভেঙে পড়েছে । চরম দুঃখের খবর হলো দেশটির সরকার চলতি ওয়ানডে বিশ্বকাপের মাঝেই জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ভেঙে দিয়েছে। এর কারণে দেশটির ক্রিকেট অনিশ্চয়তার মুখে পড়ে গেছে ।
এ দিকে ওয়ানডে বিশ্বকাপের জন্য আইসিসিও বর্তমানে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না ।
এমন বিপদের বন্ধুদের এমন বিপর্যয় মেনে নিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট প্রেমীকরা। এনিয়ে;সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের অসংখ্য ক্রিকেটপ্রেমী। বাংলাদেশ ক্রিকেট প্রেমিকরা দাবি তুলেছেন, যদি সুযোগ থাকে তাহলে বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড বিসিবি যেন চরম এই দুঃসময়ে জিম্বাবুয়ে ক্রিকেটের পাশে দাঁড়ায়। ক্রিকেপ্রেমীরা দাবি তুলেছেন বাংলাদেশ জেন জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানিয়ে সিরিজ আয়োজন করে। বাংলাদেশ এসব সবকিছুই করলেও নির্ভর করছে হবে তাদের সরকারের ওপর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেটের ভবিষ্যত নিয়ে কী ভাবছেন। গত কয়েকবছর ধরে করুণ অবস্থা জিম্বাবুয়ে অর্থনৈতি। এসব মিলিয়ে বর্তমানে এখন চরম দুঃসময় পার করছে দেশটির ক্রিকেট ক্রিকেটে।