ম্যাচ হেরে মারামারি আফগান ক্রিকেটারদের! ( ভিডিও )
গতকাল আফগান ও ইংল্যান্ড এর মধ্যকার ম্যাচের পর ম্যানচেস্টারের এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন আফগান কয়েকজন ক্রিকেটার।সেখানে আফগান ক্রিকেটারা মারপিট করে কেলেঙ্কারি বাঁধিয়েছেন।
গত কাল ইংল্যান্ড এর বিরোধে লজ্জাজনক হারার পর কার মেজাজই ভালো থাকে কথা নয় ! ইংল্যান্ড তারকা মরগান-রুট আর বেয়ারস্টোদের তাণ্ডবে রশিদদের কপালে জুটেছে ১৫০ রানের হার ।আফগানিস্তান ম্যাচ শেষে পাশের এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন । সেখানে হয় যত ঝামেলা তাঁদের দেখে কিছু ক্রিকেট ভক্ত-সমর্থক উত্তেজিত হয়ে সেলফি তুলতে চাইতেই মেজাজ বিগড়েছে আফগানিস্তান ক্রিকেটারদের। রীতিমতো আফগান ক্রিকেটাররা মারামারিই বাধিয়ে দিয়েছিলেন ভক্ত-সমর্থক সাথে !
ঝামেলা এমন হয় যে এ ঘটনা পুলিশ অবধি গড়াল। বিবিসি জানিয়েছে, পুলিশ বিষয়টি তদন্ত করাচ্ছে। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করে নি। পুলিশ আর জানায় এ ঘটনায় কোন ররক কেউ আহত হয় নি।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোন ম্যাচে জিতে পারেনি আফগানিস্তান। গতকাল ইংল্যান্ড এর বিপক্ষে আফগানিস্তানকে পতে হয়েছে এক লজ্জাজনক হার। সাথে লেগ স্পিনার রশিদ খান রেকর্ড করছেন সবচেয়ে খরচে বোলিংয়ের। ইংল্যান্ড তাদের ৩৯৮ রানের টার্গেট দিলে আগফান ২৪৭ রানেই থামতে হয়।
ভিডিও দেখুন>>