আজকের ম্যাচে দুই পরিবর্তন এনে একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ।


ক্রিকেট বিশ্ব কাপ ২০১৯ এর বাংলাদেশ ৯টি ম্যাচের মধ্যে খেলেছে চারটে ম্যাচ। জয় পেয়েছে ১টিতে পরাজয় ২টি এবং একটি তে বৃষ্টির কারণে ড্র করছে বাংলাদেশ ।যার ফলে আজকের ম্যাচ বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচ সেমিতে উঠবার জন্য।

বৃষ্টি জন্য শ্রীলংকার বিরোধে ম্যাচ অনুষ্ঠিত হতে পাড়ে নি, যার ফলে পয়েন্ট ভাগাভাগি হয় এবং বাংলাদেশ পড়ে যায় কঠিন সমিকায়, এখন আর কোন ম্যাচে হারলে চলবে না, সেমিতে উঠতে হলে জিততে হব বাকি সব কয়টি ম্যাচে, তাই বলা চলে আজকের এই ম্যাচ বাছা মরার লড়াই।

ক্রিকেট বিশ্লেষক মনে করেন বাংলাদেশ পরাজেয় কারণ হলো দলে প্রেশার বোলার এর অভাব, দলে তাকা পড়ো তাকে না তুলায় সমালোচনা করেছে অনেকে। তাই আজকের ম্যাচে খেলবে রুবেল।

এদিকে ৩টি ম্যাচ খেলেও দলকে ভালো কিচ্ছু দিতে পড়ছেন না মিথুন তাই আজকে তাকে পরিবর্তন করে লিটন দাশ কে একাদশে রাখা হয়েছে।

আজকের বাংলাদেশ একাদশ : ১.তামিম ইকবাল, ২.সৌম্য সরকার,৩.সাকিব আল হাসান, ৪.মুশফিকুর রহিম,৫.লিটন দাস,৬. মাহমুদউল্লাহ রিয়াদ,৭.মোসাদ্দেক হোসেন/রুবেল হোসেন,৮.মোহাম্মদ সাইফউদ্দিন, ৯.মেহেদী হাসান মিরাজ,১০.মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক),১১ মোস্তাফিজুর রহমান।


খেলা শুরু হবে বাংলাদেশ সময়ে বিকাল ৩:৩০ মিনিটে। খেলাটি অনুষ্ঠিত হবে টনটনের কুপার এসোসিয়েট গ্রাউন্ডে । 
Powered by Blogger.

copyright(c)2020Leading24 BD All Rights Reserved