একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনে লাগবে বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)।

একাদশ শ্রেণিতে ভর্তি জন্য শিক্ষার্থীর আবেদনে বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করা হয়েছে, ভর্তি জালিয়াতি ঠেকাতে এবার এবার প্রথম এটি করা হয়েছে । একটি এনআইডির বিপরীতে একটি আবেদন করা যাবে, একাধিক আবেদন করা যাবে না ।


অভিযোগ রয়েছে , এর আগে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের জন্য শিক্ষার্থীদের অনলাইনে মার্কশিট দেখে আবেদন করিয়ে রাখে দেয়। বিশেষ করে যেসব  স্কুলে কলেজ শাখা আছে এবং শিক্ষার্থী ভর্তি হতে চায় না  সেখানে এ ধরনের কাজ বেশি হয় তাকে। একাদশ শ্রেনী ভর্তি, নিজ প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীদের অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে অগ্রাধিকার রাখা হয়েছে। শিক্ষার্থীরা যাতে শিক্ষা প্রতিষ্ঠানে কাছে জিম্মি হয়ে না পড়ে সে লক্ষ্যে এবার প্রথম আবেদনে  মা-বাবা ভোটার কার্ড লাগবে। একটি ভোটার কার্ড নম্বরের বিপরীতে একাধিক আবেদন করা সম্ভব নয়।

আগামী ১২ মে (রোববার) হতে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হতে চলছে।শিক্ষার্থী তার পছন্দের কলেজে ভর্তি হতে শিক্ষার্থীরা কেন্দ্রীয়ভাবে ২ ভাবে আবেদন করতে পাড়বে।

১।এসএমএস ও ২।অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন এর জন্য প্রতিধাপ এর জন্য ফ্রি হচ্ছে ১৫০ টাকা। আবেদন নেয়া হবে  তিনটি ধাপে । প্রথম ধাপে আবেদন শেষ হবে ২৩ মে। প্রথম ধাপ এর ফলাফল প্রকাশ করা হবে ১০ জুন সোমবার আবেদনকারির ফলাফল মেসেজে জানানো হবে। দ্বিতীয় ধাপে আবেদন করা যাবে ১৯ ও ২০ জুন। ২১ জুন আবেদনের ফল প্রকাশ করা হবে। এবং শেষ ধাপ অর্থাৎ তৃতীয় ধাপে আবেদন নেয়া হবে ২৪ জুন সোমবার। ফল প্রকাশ করা হবে পরের দিন রজ মঙ্গলবার ২৫ জুন তারিখে। ২৭ থেকে ৩০ জুন শিক্ষার্থীদের নির্বাচিত কলেজে গিয়ে ফর্ম পুর্ণ করে ভর্তি হতে হবে।  ক্লাস শুরু করা হবে ১ জুলাই ।

No comments

Powered by Blogger.

copyright(c)2020Leading24 BD All Rights Reserved