আবারো বন্যার আশংকা মৌলভীবাজার । অনবর বৃষ্টির ফলে মনু নদের পানি ক্রমান্বয়ে বেড়ে চলছে ।
শেষ খবর পাওয়া পর্যন্ত পানি কমেই বৃদ্ধি পাচ্ছে ফলে বন্যার ঝুঁকিতে রাজনগর বাসি।
রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা ও কালাইকোনার মধ্যে ডিলর পার মনুনদী ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়া ও টেংরা ইউনিয়ন এর আদিনাবাদ গ্রামে ভাঙ্গন দেখা দিয়েছে। বৃহস্পতির রাত থেকে প্রচুর বৃষ্টিপাত হওয়ার এবং উজানিঢলের ফলে মনু নদীর পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।গত বছর ঈদ্দ এর দিন মনু নদী চারদিকে ভাঙ্গনের কারণে পুরো মৌলভীবাজার জেলার মানুষ টিক মতো ঈদ করতে পারে নি।
Comments
Post a Comment