কোড শিখতে কোনো ডিগ্রি লাগে না: টিম কুক
টিম কুক (সিইও) অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, স্কুলেই কলেজে কোডিং শেখানো যায়। এর চর্চা করা উচিত ছোটবেলা থেকে । অনেকেই মনে করেন মেয়াদি ডিগ্রি ছাড়া কোডিং শিক্ষা যায় না । এটা ধারণা একেবারে ভুল ধারণা। টেকক্রাঞ্চকে (প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন কুক।
সম্প্রতি লিয়াম রোজেনফিল্ড নামে ১৬ বছর বয়সী ছেলে অ্যাপলের কাছ থেকে বৃত্তি পেয়েছে। আসন্ন অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার সম্মেলনে অংশ নেবে লিয়াম রোজেনফিল্ড। টিম কুক বৃত্তি পাওয়া লিয়ামের উদাহরণ দিয়ে বলেন, ‘চার বছরের ডিগ্রির চেয়ে ভালো ফল দিতে পারে অল্প বয়সে শেখা কোডিং শিখলে। কোডিংয়ে পারদর্শী হওয়া হলো সম্পূর্ণ মনস্তাত্ত্বিক বিষয় এতে চার বছরের ডিগ্রির প্রয়োজন নেই। তাঁর মতে, এটি সম্পূর্ণ ভুল ধারণা । টিম কুক বলেন, ‘ কোডিংয়ের মতো বিষয় আয়ত্তে আনতে হলে কলেজে পড়ার সময় কোডিং এর বিষয়ে ধারণা নিলে লিয়ামের মতো শিক্ষার্থীদের তৈরি করা অ্যাপ আমরা অ্যাপ স্টোরেই পাব।’
তিনি আরও বলেন, এখনো অনেক প্রতিষ্ঠান পুরোনো প্রযুক্তিতেই পড়ে আছে। তারা উন্নত প্রযুক্তি সুবিধা গ্রহণ করছে না । লিয়াম রোজেনফিল্ডের মতো প্রযুক্তিবান্ধব কর্মী যুক্ত করে পরিবর্তন আনতে পারে অ্যাপল ও এসএপির মতো প্রতিষ্ঠানগুলোর সেবা নিয়ে ও ।
টিম কুক |
সম্প্রতি লিয়াম রোজেনফিল্ড নামে ১৬ বছর বয়সী ছেলে অ্যাপলের কাছ থেকে বৃত্তি পেয়েছে। আসন্ন অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার সম্মেলনে অংশ নেবে লিয়াম রোজেনফিল্ড। টিম কুক বৃত্তি পাওয়া লিয়ামের উদাহরণ দিয়ে বলেন, ‘চার বছরের ডিগ্রির চেয়ে ভালো ফল দিতে পারে অল্প বয়সে শেখা কোডিং শিখলে। কোডিংয়ে পারদর্শী হওয়া হলো সম্পূর্ণ মনস্তাত্ত্বিক বিষয় এতে চার বছরের ডিগ্রির প্রয়োজন নেই। তাঁর মতে, এটি সম্পূর্ণ ভুল ধারণা । টিম কুক বলেন, ‘ কোডিংয়ের মতো বিষয় আয়ত্তে আনতে হলে কলেজে পড়ার সময় কোডিং এর বিষয়ে ধারণা নিলে লিয়ামের মতো শিক্ষার্থীদের তৈরি করা অ্যাপ আমরা অ্যাপ স্টোরেই পাব।’
তিনি আরও বলেন, এখনো অনেক প্রতিষ্ঠান পুরোনো প্রযুক্তিতেই পড়ে আছে। তারা উন্নত প্রযুক্তি সুবিধা গ্রহণ করছে না । লিয়াম রোজেনফিল্ডের মতো প্রযুক্তিবান্ধব কর্মী যুক্ত করে পরিবর্তন আনতে পারে অ্যাপল ও এসএপির মতো প্রতিষ্ঠানগুলোর সেবা নিয়ে ও ।
No comments