এই তীব্র গরমে ঘর এবং ফ্রিজের পিছনেও নজর রাখুন! 
এই তীব্র গরমে ঘর এবং ফ্রিজের পিছনেও নজর রাখুন!
বাংলাদেশ শীত মাত্র চার থেকে ৩ মাস। বাকি বাকি আট থেকে নয় মাস হছে গড়ম, গড়ম এর অধিকাংশ সময় বৃষ্টিপাত হয় আমাদের দেশে। এর কারণে আমাদের দেশে নানা ধরনের গাছ পালা ও কীটপতঙ্গ জন্মায়। আর এই ধরনের পরিবেশ সাপ বসবাস এর জন্য আদর্শ। বাংলাদেশে
হয়েছে ৯৪ প্রজাতির সাপ। এদের মধ্যে মারণ বিষের অধিকারী ২৬টি প্রজাতি । বাকিগুলোর মধ্যে ৬ টি প্রজাতির সাপ খুব কামড়ালে মানুষ মারা পড়বে না এদের কামড়ে।
বাংলাদেশে বর্ষা মৌসুমে সাপ এর সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। বাংলাদেশে প্রতিবছর ৬০ হাজার মানুষ সাপ এর কামড় খায়। এর মধ্যে শীর্ষ ভাগ তাকে বিষধর সাপ এর কামড়, এবং মাড়া যায় ৬ হাজার মানুষ।
বর্তমানে ঝোপঝাড় বিস্তর না তাকায় সাপ এর বংশবৃদ্ধি করতে সমস্যা হচ্ছে।আর ঝোপঝাড় এর কমে যাওয়ার কারণ হল মানুষের চাষের জমির চাহিদা বাড়ায়। আর সাপ তাদের বংশবৃদ্ধি জন্য বাধ্য হয়ে ঘরের ভেতর, রান্নাঘরে ও নির্জন জায়গা নির্জন আসবাবপত্র পেলেই সেখানে বসবাসের চেষ্টা করে। বংশববৃদ্ধি জন্য ৩/৪ টি প্রজাতিরর বিষধর চাড়া আর কোন সাপ ঘরে বংশবৃদ্ধি করতে পচন্দ করে না। গোখরা, কেউটে ও কালাজ লোকাল এরা ঘর বাড়িতে বংশবৃদ্ধি করতে পচন্দ করে।
আবার অনেক সময় তীব্র গড়মে সাপ ঠান্ডা নির্জন জায়গা খুজে তারা ঠান্ডা জায়গা হিসাবে বেছে নেয় ঘরে নির্জন জায়গা কে তাই সব সময় এসব নির্জন জায়গা যেমন ফ্রিজ এর পিচন খাট এর তলা আসবাবপত্র ইত্যাদি নজর রাখুন।
No comments