ভারত বধ করেই বিশ্বকাপ শুরু করতে চায় মাশরাফিবাহিনী।


গতবছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ভারতের কাছেই আমরা উড়ে গিয়েছিলাম প্র্যাকটিস ম্যাচেই।তাই প্রস্ততি ম্যাচ এর গুরুত্ব অনেক। এর আগে ২০১৫ বিশ্বকাপের আগে সিডনির ক্লাব দলের কাছে চারটি ম্যাচ হেরেছিল বাংলাদেশ । কিন্তু সে সবে বাংলাদেশের উপকার হয়েছিল।

আসন্ন ক্রিকেট বিশ্বকাপ ২০১৯  বাংলাদেশ ক্রিকেটে দলের লক্ষ্যের কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ দলের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান।

সাব্বির বলেন আমাদের লক্ষ বিশ্বকাপজয়ী হওয়ার, দলের বড় স্কোর পেতে তামিম ভাইকে আর বেশি ওভার খেলতে হবে। তারপর আমরা বাকিরা  কাজটা করতে পারবো। 
 তিনি আরো বলেন, আমরা বিশ্বকাপ জিততেই এসেছি। জানি চ্যালেঞ্জ আছে। তাই ম্যাচ টু ম্যাচ করে এগিয়ে যেতে চাই। তাই প্রস্তুতি ম্যাচ এর গুরুত্ব কম নায়।


বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বলেন : ভারত একটি বড় দলে তাদের সাথে খেলে আমরা আমাদের ভুল গুলো ধরতে পাড়বো, বড় দল এর সাথে খেলে ভুল গুলো ধরা যায় সহজেই।

জয়ের ধারা ধরে রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট টিম। যদি ও এর আগে পাকিস্তান এর বিপক্ষে বৃষ্টির কারণে খেলা হয়নি তাই বাংলাদেশ প্রায় বেকার বসে তাতে হয়। ভারত এর বিপক্ষে আবার গর্জে উটার সময়।

এদিকে ইংল্যান্ড সময় ১১ টায় খেলা অনুষ্ঠিত হবে।  তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানা যাছে। 

No comments

Powered by Blogger.

copyright(c)2020Leading24 BD All Rights Reserved