শেষ খবর পাওয়া পর্যন্ত রাজনগর উপজেলার পানি কমেই বৃদ্ধি পাচ্ছে ফলে বন্যার ঝুঁকিতে রাজনগর বাসি।।বৃহস্পতিবার রাত থেকে প্রচুর বৃষ্টিপাত হওয়ার এবং উজানিঢলের ফলে মনু নদীর পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।গত বছর ঈদ্দ এর দিন মনু নদী চারদিকে ভাঙ্গনের কারণে পুরো মৌলভীবাজার জেলার মানুষ টিক মতো ঈদ করতে পারে নি।
রাজনগরের বন্যা ঝুঁকিপূর্ণ এলাকা গুলাতে রাজনগর উপজেলার চেয়ারম্যান শাহজাহান খান মধ্যরাতে মানব সেবায় ছুটে যান এইসব ঝুঁকিপূর্ণ এলাকাতে। সাথে ছিলেন রাজনগর পুলিশ ইনর্চাজ জনাব,আব্দুল হাসিম ।
কামারচাক,টেংরা,মনসুরনএর এই ৩টি ইউনিয়ন ঝুঁকিতে। মনু নদীর পানি বেড়ে চলেছে।
বিভিন্ন এলাকা বাঁধ ভাংগনের আশংকায়। শাহজাহান খান এর উদ্দোগে তাৎক্ষণিক প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Comments
Post a Comment