সেমিফাইনাল খেলাবে বাংলাদেশের যুক্তি দিলেন আকাশ।



আসন্ন ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ইংল্যান্ড অনুষ্ঠিত হবে। কাপ নিয়ে ইতিমধ্যে ক্রিকেট ভক্ত মাঝে বেশ উত্তেজনা ছড়িয়ে পরেছে রয়েছে অনেক কৌতূহল। ২ জনে ৪ জনে ১০ জনে বন্ধুদের আড্ডায়, অফিসে,ক্লাসে , গলির মোড়ের চায়ের কাপে সব জায়গায় যেন আলোচনা সমালোচনা একই আলোচনা চলছে কোন দল কেমন কোন দল কতটা শক্তিশালী হবে, বাংলাদেশ দল বা কেমন হবে কত টা শক্তিশালী হবে কতদূর যাবে। সাধারণ ক্রিকেট ভক্তদের মত পিছিয়ে নেই জনপ্রিয় ও সেলিব্রেটি তারকারাও। তবে সম্প্রতি একটু ভিন্ন ভাবে আলোচনায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও হালের জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়াও।

চুলচেরা বিশ্লেষণ করেছেন বিশ্বকাপের দল গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে আকাশ চোপড়া । তবে আজ তার আলোচনায় পড়ে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট টিমের বিশ্বকাপে সম্ভাবনা ও শক্তি ও কত দূর যেতে পারবে বিশ্বকাপে তা নিয়ে রবিবার আকাশ চুলচেরা বিশ্লেষণ করেন।

আকাশ চোপড়ার তার আলোচনায় এগিয়ে রাখেন বাংলাদেশ কে। তার মতে আসন্ন বিশ্বকাপের ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সেমিফাইনালিস্ট হবে। আর চতুর্থ দল হিসেবে তিনি তুলে ধরেন বাংলাদেশ কে, তিনি বলেন, ” বাংলাদেশ হবে আমার চতুর্থ দল। আর কড়া লড়াই করবে নিউজিল্যান্ডও এই স্পটের জন্য। আকাশ আরো বলে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাও পিছিয়ে থাকবে না তারা ও তাদের শক্তি দেখাবে। তবে এতে আমি বাংলাদেশকে আমি বেশি এগিয়ে রাখবো ।

তিনি আরো বলেন, মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান এই দলের এক্স ফ্যাক্টর। মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান উপর নির্ভর করবে বাংলাদেশ কতদূর যেতে পাড়ে আসন্ন বিশ্বকাপে। মাহমুদুল্লাহর  ব্যাট করা উচিত ৩য় অথবা ৪থ স্থানে যে বরাবর আন্তর্জাতিক ইভেন্টে গুলোতে ভালো করেছে। কমপক্ষে তাকে ৫ এর মাঝেই তার ব্যাট করানো শ্রেয় বলে আমি মনে করি।

মেহেদি হাসান মিরাজেকে নিজের পছন্দের খেলোয়াড় হিসেবে বলেন আকাশ।তিনি বলেন : খুব ভালো একজন খেলোয়াড় মেহেদি হাসান। খুব ভালো ব্যাটিংও স্পিন বোলিং করে, বিশেষ করে আমার বেশ পছন্দ তার একশন । মেহেদি হাসান টু ডাইমেনশনাল খেলোয়াড়

 বাংলাদেশ দলের সেরা শক্তি মাশরাফিকে উল্লেখ্য করে আকাশ জানান,   বাংলাদেশ দলের নেতা মাশরাফি। দুই হাটুর অপারেশনের পর তার পেস অবশ্য কমে গিয়েছে  তবে মনের মাঝে কিছু করার স্পৃহা দিয়ে যদি কেউ কিছু করতে পারে তাহলে সে হচ্ছে মাশরাফি। মাশরাফি মাঝে অনুপ্রেরণার ও আন্তপ্রত্যয় কোন অভাব নেই। বোলার হিসাবে সে খুব ভালো  মাশরাফি, উইকেটও নিয়ে থাকেন, রানও আটকিয়ে থাকেন। সব মিলিয়ে তিনি আসলে একজন সেরা খেলোয়াড় ।


এর আগের বাংলাদেশ দলের সাফল্য, আইসিসি আসরে ও সাম্প্রতিক এশিয়া কাপের সাফল্যের ও অতি সাম্প্রতি ত্রিদেশীয় সিরিজ এর সাফল্যের কারণে আকাশ চোপড়া বাংলাদেশকে সেমি লিস্ট এ চতুর্থ দল হিসেবে এগিয়ে রাখছেন বাংলাদেশকেই।



No comments

Powered by Blogger.

copyright(c)2020Leading24 BD All Rights Reserved