মৌলভীবাজার এর ইতিহাসে সবচেয়ে বড় ইয়াবা চালান আটক সংক্রান্তে প্রেস রিলিজ

মৌলভীবাজার এর ইতিহাসে সবচেয়ে বড় ইয়াবা চালান আটক সংক্রান্তে প্রেস রিলিজ


অদ্য ০৩-১০-২০১৯খ্রি. তারিখ পুলিশ সুপার, মৌলভীবাজার মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাশেদুল ইসলাম পিপিএম ও অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসিম এর নেতৃত্বে এসআই/বিনয় চক্রবর্তী, এসআই/দীপক দাস, সংগীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচলানা করিয়া মাদক সম্রাট আব্দুল আলী জিদ্দা (৪০), পিতা-আশ্বব মিয়া, সাং-ঘড়গাঁও, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজারকে ৪১২২ পিচ ইয়াবাসহ রাত ০০:৪৫ ঘটিকায় তার নিজ বসতঘর হইতে গ্রেফতার করা হয়।
Powered by Blogger.

copyright(c)2020Leading24 BD All Rights Reserved