২৫লাখ টাকা আত্মসাৎ মামলায় গনপূর্তের পিয়ন কারাগারে।


সামাজিক সংগঠনের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষের যার মধ্যে বেশি ভাগ লোক কৃষকের ২৫ লাখ টাকা আত্মসাৎ মামলায় গণপূর্ত অফিস মৌলভীবাজার শাখার কর্মরত পিয়ন স্বপ্ন দেব ও রাজনগর উপজেলার মশুরিয়া গ্রামের মো. ফয়জুল হককে আদালত কারাগারে পাঠিয়েছে।










মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার শ্বাসমহল গ্রামের অজয় দত্তের দায়ের ক্রা টাকা আত্মসাৎ মামলায় গত ২৯ সেপ্টেম্বর মৌলভীবাজার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জনাব নাসির উদ্দিন তাদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগার পাঠানো নিদেশ দেন।



মো. ফয়জুল হককে এবং রাজনগর উপজেলার চাটুরা গ্রামের ও গণপূর্ত অফিস মৌলভীবাজার শাখার কর্মরত পিয়ন স্বপ্ন দেব মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সমাজসেবা অধিদপ্তর থেকে সেচ্ছাসেবী সংগঠন হিসাবে মানব উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা মাউসস নিবন্ধন নেন। সংস্থার কাগজ পত্র সপ্ন কোষাধ্যক্ষ ও ময়জুল সভাপতি থাকলেও স্বপ্ন দেব নিজেকে মাউসস এর সম্পাদক হিসাবে গ্রাহক এর কাছে পরিচয় দিতে থাকেন। মাউসস এর গ্রাহকগণ জানান নিবন্ধন নেয়ার পর থেকেই এ চক্র গ্রামের সহজ সরল মানুষদের কাছ থেকে টাকা সংগ্রহ করে। ২০১১ সাল থেকে ৬ বছর মেয়াদে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে টাকা সংগ্রহ করতে তাকে। ইতিমধ্যে তারা ২৫ লাখ টাকার আমানত সংগ্রহ করেছেন। 
Powered by Blogger.

copyright(c)2020Leading24 BD All Rights Reserved