শিশুটি বলছে তার নাম মীম, বাড়ি সোনাপুর আর কিছু জানে না মীম



আনুমানিক এক শিশু চট্টগ্রামের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ও অতিরিক্ত  মাহবুব কবির মিলনের বাড়িতে রয়েছে। ৮/৯ বছরের শিশু সে তার নাম বলছে মীম।

মীম তার বাড়ি ঠিকানা জানতে চাইলে বলছে নোয়াখালীর সোনাপুর।সে আর কিছু তথ্য বলতে পারছে না ।

মাহবুব কবির মিলন চট্টগ্রামের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ও অতিরিক্ত সচিব শিশুর একটি ছবি তার ফেসবুকে শেয়ার দিয়ে এ তথ্য জানান আজ বুধবার রাত প্রায় ৮ সময়। তিনি তার ফেইসবুক স্টেটাস এ লেখেন, '"এই শিশু আমাদের বাসায় চট্টগ্রামে গিয়ে উঠেছে। ঠিকানা জানতে চাইলে মীম বিস্তাতিত বলতে পারে না । সে তার নাম বলছে মীম। এবং বাড়ি বলছে সোনাপুর, নোয়াখালী। সোনাপুর আছে কি না আমি জানি না, বা কোন উপজেলা বলতে পারবেন কেউ? বিপদে পড়লাম মনে হচ্ছে। গায়ের জামা কি স্কুল ড্রেস কিনা জানি না। সবার নিকট সাহায্য চাই"

প্রিয় পাঠক, আমরা মনে করি, কিছু সংবাদ মানবিক কারণেই ভাইরাল হওয়া উচিত।

আমাদের সাবার উচিৎ এই বিষয়টি ভাইরাল করা যাতে মীম এর পড়িবার দেখতে পাড়ে।  তাই সবাই মানবিক কারণে  share  করে মীম কে সাহায্য করুন।

আনুমানিক শিশু মীম বর্তমানে চট্টগ্রামের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ও অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনের বাড়িতে অবস্থান করছে।
Powered by Blogger.

copyright(c)2020Leading24 BD All Rights Reserved