লিটনের দাস এর জন্য লুঙ্গি পরে অফিসে সমর্থক! (ভিডিও)
বাংলাদেশের এক ক্রিকেট ভক্ত ফেসবুক স্টাটাসে দিয়েছিলেন লিটন দাস ৮০ রান করতে পারলেই লুঙ্গি পরে অফিসে যাবেন, সিদরাতুল মুনতাহা নামের এক যুবক। বাংলাদেশের দারুণ জয়ে তিনি শার্ট ও লুঙ্গি পরে অফিস যেতে বাধ্য করেছেন তার সহকর্মীরা ।
বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচের পরের দিন সকালে এটি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ভাইরাল হয়। ভিডিও তে দেখা যায় তার অফিস এর প্রবেশ মুখে তার ফেসবুক স্টাটাস এর ছবি গ্লাস এর সাথে লাগানো হয় এবং তার সহকর্মীরা তাকে স্টেস্টাস দেখিয়ে লুঙ্গি পরার অনুরোধ করে। সিদরাতুল মুনতাহা রাজি না হলেও তাকে অফিসে প্রবেশ করতে দেয়নি সহকর্মীরা পরে সে বাধ্য হয় লুঙ্গি পরে অফিসে প্রবেশ করে।
অফিসে প্রবেশ এর জন্য পেন্ট এর উপর লুঙ্গি পরে এবং অফিসে তার শিটে বসে লুঙ্গি আবার খুলে ফেলে।
এবং তার অফিসের সহকর্মীরারা সবাই করতালির মাধ্যমে অফিসে স্বাগতম জানায় তাকে।
গত বিশ্বকাপে বাংলাদেশের ক্যারিবীয়ানদের বিপক্ষে লিটন দাস ৯৪ রানে অপরাজিত থাকেন । তাই মজা করে দেয়া তার এই স্টাটাস কাল হয়ে দাঁড়ায় সিদরাতুল মুনতাহা জন্য।
ভিডিও দেখুন >>