সিলেটে সুবিধাবঞ্চিতদের জন্য ইফতার ২ টাকায় ।
সিলেটে মাত্র ২ টাকায় ইফতার দিছে হেল্পিং উইং নামের একটি সংগঠন ইফতার সাজানো হয়েছে ১০ পদ দিয়ে । সিলেট জেলার বিভিন্ন স্থানে ৫ দিনব্যাপী সুবিধাবঞ্চিতদের মধ্যে ইফতার বিতরণ করবেন সংস্থাটির স্বেচ্ছাসেবীরা। এমন কি পথচারীদের ইফতারের সময় বিশুদ্ধ খাবার পানি ও খেজুর বিনামূল্য বিতরণ করা হবে।
‘হেল্পিং উইং’–এর সংগঠন এ বছরের জানুয়ারি থেকে যাত্রা শুরু করেছে। এ সংগঠন এর কাজ সুবিধাবঞ্চিতদের জীবনমান উন্নয়নে কাজ করা শুরুতে এটি ১৩ জন সদস্য নিয়ে সংঘটিত হয়। বর্তমানে
সংগঠনটিতে বর্তমানে যুক্ত আছেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবী।সংগঠনের এক সদস্য একেক পেশায় নিয়জিত কেউ ছাত্র কেউ ব্যবসায়ী কেউ আবার চাকরিজীবী। সিলেট নগরীর কুমারপাড়া,সুবিদবাজার,রিকাবীবাজার,শাহি ঈদগা এলাকায় ২ টাকার বিনিময়ে ইফতারসামগ্রী বিক্রয় করবে আগামী ১৩থেকে ১৭ মে। এবং পথচারীদের ইফতারের সময় বিশুদ্ধ খাবার পানি ও খেজুর বিনামূল্য বিতরণ করা হবে।সংগঠনের অর্থ আসে সংগঠনের সদস্যের চাঁদা মাধ্যমে।
‘হেল্পিং উইং’–এর ব্যবস্থাপনা পরিচালক গালিব হোসেন চৌধুরী বলেন, প্রথমে বিনা মূল্যে ইফতারি বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। পরে ২ টাকায় ইফতার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।’ এর কারণ জানতে চাইলে বলেন সুবিধাবঞ্চিত হয়েও সাড়া দিন রোজা রেখে অনেকেই আবার বিনামূল্যে ইফতার করতে চায় না। তাই আমরা বিনামূল্যে পরিবর্তিতে ২ টাকা করেছি।
২ টাকা ইফতারিতে রয়েছে ১০ পদ।
‘হেল্পিং উইং’–এর সংগঠন এ বছরের জানুয়ারি থেকে যাত্রা শুরু করেছে। এ সংগঠন এর কাজ সুবিধাবঞ্চিতদের জীবনমান উন্নয়নে কাজ করা শুরুতে এটি ১৩ জন সদস্য নিয়ে সংঘটিত হয়। বর্তমানে
সংগঠনটিতে বর্তমানে যুক্ত আছেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবী।সংগঠনের এক সদস্য একেক পেশায় নিয়জিত কেউ ছাত্র কেউ ব্যবসায়ী কেউ আবার চাকরিজীবী। সিলেট নগরীর কুমারপাড়া,সুবিদবাজার,রিকাবীবাজার,শাহি ঈদগা এলাকায় ২ টাকার বিনিময়ে ইফতারসামগ্রী বিক্রয় করবে আগামী ১৩থেকে ১৭ মে। এবং পথচারীদের ইফতারের সময় বিশুদ্ধ খাবার পানি ও খেজুর বিনামূল্য বিতরণ করা হবে।সংগঠনের অর্থ আসে সংগঠনের সদস্যের চাঁদা মাধ্যমে।
‘হেল্পিং উইং’–এর ব্যবস্থাপনা পরিচালক গালিব হোসেন চৌধুরী বলেন, প্রথমে বিনা মূল্যে ইফতারি বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। পরে ২ টাকায় ইফতার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।’ এর কারণ জানতে চাইলে বলেন সুবিধাবঞ্চিত হয়েও সাড়া দিন রোজা রেখে অনেকেই আবার বিনামূল্যে ইফতার করতে চায় না। তাই আমরা বিনামূল্যে পরিবর্তিতে ২ টাকা করেছি।
২ টাকা ইফতারিতে রয়েছে ১০ পদ।
No comments