তাহলে কি ক্রিকেটের ভবিষ্যৎ নষ্ট করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)!



ক্রিকেট বিশ্ব কাপ আর মাত্র কয়েক ঘণ্টা পর শুরু হতে চলছে। গত আসরে বিশ্বকাপে অংশগ্রহণ করে ১৪ টি দলে। আর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সিদ্ধান্ত নেয় বিশ্বকাপে অংশগ্রহণ করছে মাত্র ১০ টি দল ।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এমন মনভাব কি ক্রিকেট কে ক্ষতিরর দিকে নিছে!

বিশ্বকাপ ১০ টি দলে করায় বাদ পড়েছ জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত দল গুলো। বিশ্বকাপ এ অংশগ্রহণ না করে দল গুলোর মেরুদণ্ড পায় ভেঙ্গে পরার মত অবস্থা হয়। এর ফলে জিম্বাবুয়ে ও আরব আমিরাত দল অবস্থা দিন দিন খারাপ অবস্থান করছে।

এবারে আসর ইংল্যান্ড এ হতে যাচ্ছে কিন্তু সম্প্রীত দেখা গেছে ইংল্যান্ড এর অনেক স্টুডিও ক্রিকেট সম্পর্কে সাধারণ ধারণা ই রাখেনা। জানেন না ক্রিকেট কি?

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যদি বিশ্ব কাপ এ দল সংখ্যা বাড়াত তা হলে বিশ্বকাপে সুযোগ পেত জিম্বাবুয়ে, আরব আমিরাত,স্কটল্যান্ড, হংকং ইত্যাদি দল। ফলে ক্রিকেট এর বিস্তার আর বৃদ্ধি পেত।

কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এটি না করে বরং এর উল্ট কছে কমিয়ে দিয়েছে দলের সংখ্যা, ফলে কুন্টাশা হয়ে পরছে উত্তি দল গুলো।

একবার বাংলাদেশের হকির কথা ধরুন বিশ্বকাপ এর মূল পর্বে না থাকায় বাংলেশের হকির সম্পর্কে ধারনা নেই বাংলাদেশ সাধারণ মানুষের এর কারণ হল বিশ্বকাপ এ না থাকায়।

ঠিক তেমনি জিম্বাবুয়ে স্কটল্যান্ড আরব আমিরাত এর ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় ঠিক এমন অবস্থা হচ্ছে তাদের।

No comments

Powered by Blogger.

copyright(c)2020Leading24 BD All Rights Reserved