বাংলাদেশ ক্রিকেট টিম কে প্রধানমমন্ত্রী ও রাষ্ট্রপতি অভিনন্দন।

প্রথম ফাইনাল জয় এর স্বাদ পেল বাংলাদেশ ক্রিকেট টিম।
এর আগে ফাইনেল  অনেক খেলেও জয় এর স্বাদ পায়নি । প্রথম কোন ফাইনাল ম্যাচ জিতায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। 

আশাবাদ ব্যাক্ত করেন জয়ের ধারা আসন্ন বিশ্ব কাপে ও অভাবহেত তাকবে রাখবে বাংলাদেশ ক্রিকেট টিমের।

সপ্তম বার এর সময় কোন ত্রিদেশীয় সিরিজ এর ফাইনাল স্বাদ পেল বাংলাদেশ। এর আগে ৭ ফাইনেল খেলেছে বাংলাদেশ কিন্তু শিরোপা ঘরে তুলতে পাড়ে নি একটিও নিদাহাস টপি এশিয়া কাপ এর মতো বড় বড় আসরে ফাইলে জেতে পেলেও ফাইন জয়ী হতে পাড়ে নি কোনটি। সপ্তম বাড়ের চেষ্টায় সফল হয়েছে বাংলাদেশ।  তাই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহ দেশের শরভ স্তরে মান অভিনন্দন জানিয়েছে বাংলাদেশকেকে।

মেঘ আইন এর কারণে বাংলাদেশ টার্গেট পায় ২৪ ওভারে ২১০ রান। বাংলাদেশ ওপেনিং জুটা ভালো করেছিল তামিম সৌম্য। শুরুতে ৪২ বলে ৬৬ করে দল কে এগিয়ে রাখেন সৌম্য এবং শেষ দিকে মুশাদেক ২২বলে ৫০ করে দলকে ফাইনাল এর স্বাদ পায়ে দেন।

No comments

Powered by Blogger.

copyright(c)2020Leading24 BD All Rights Reserved